স্মার্টফোন দিয়ে ঘরে বসে টাকা ইনকাম করুন |
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আমি আপনাদের দোয়াই ভালোই আছি।
আপনি কি জানেন, আপনার হাতে যদি একটি স্মার্ট ফোন থাকে, তাহলে চাইলেই খুব সহজে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে আপনিও ইনকাম করতে পারবেন?
আপনি কি সেটি চান?
যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই।
এই আর্টিকেলে আমরা অনলাইন ইনকাম নিয়ে আলোচনা করবো।
অনলাইনে আয়ের সেরা ১টি অতি সহজ উপায় আপনাদের সামনে তুলে ধরবো।
আজ আমরা এমন একটি অ্যাপস নিয়ে আলোচনা করবো, সেখানে- যারা একে বারে মূর্খ তারা ইচ্ছা করলেও সেখান থেকে টাকা ইনকাম করতে পারবে।
তাহলে বুঝতেই পারছেন এই আর্টিকেলটি আপনার কতটা কাজে লাগতে পারে।
[আমরা যে অ্যাপসের কথা বলছি সেটির নাম হচ্ছে Yepp ]
আপনি এটি অতি সহজেই বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
Yepp আমাদের জন্য কত সহজ একটি ইনকামের রাস্তা চালু করে দিয়েছে, যদি ইনকাম শুরু না করেন তাহলে বুঝতেই পারবেন না।
কথা না বাড়িয়ে এবার Yepp থেকে কিভাবে ইনকাম করা যায় সেদিকে অগ্রসর হই।
Yepp Official Logo |
: Yepp কি?
- Yepp হচ্ছে Tik Tok এর মত নতুন একটি ছবি বা ভিডিও শেয়ারিং অ্যাপস।
: Yepp থেকে কিভাবে ইনকাম করা যায়?
- Yepp থেকে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। কাজের কোনো বাড়তি ঝামেলা নাই। আপনি ফেসবুক বা টিকটকে যেরকম ছবি বা ভিডিও দেখেন এবং আপলোড করেন সেরকম ছবি বা ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। এতে কেউ আপনার ছবি বা ভিডিও ভিউ করলে Yepp আপনাকে পেমেন্ট করবে এবং আপনি অন্যের ছবি বা ভিডিও ভিউ করলেও Yepp আপনাকে পেমেন্ট করবে।
তাহলে বুঝতেই পারছেন এর থেকে সহজ আর কোন ইনকাম সাইট হতে পারে না। তাছাড়া আপনি রেফার করেও বড় মাপের এমাউন্ট আর্ন করতে পারবেন।
কিভাবে Yepp একাউন্ট খুলবেন?
Yepp প্রথমে এখানে ক্লিক করে Yepp Apps Download করে নিবেন।
আপনার ফোনে Yepp অ্যাপস ইনস্টল হয়ে গেলে অ্যাপে প্রবেশ করে নিচে দেখানো স্টেপ ফলো করেন👇👇
অ্যাপে প্রবেশ করে প্রথমে নিচে দেখানো Accept & Continue এ ক্লিক করবেন;
Accept & Continue এ ক্লিক করার পর নিচে দেখানো ৩ টি পদ্ধতির মধ্যে আপনি যে কোনো একটি পদ্ধতিতে একাউন্ট ক্রিয়েট করতে পারবেন।
আপনি যদি Continue with Google এ ক্লিক করে তাহলে অটোমেটিক আপনার একাউন্ট তৈরি করা হয়ে যাবে।
আপনার একাউন্ট তৈরি করা হয়ে গেলে নিচে দেখানো পদ্ধতিতে আপনার একাউন্টে আপনার User Name, Email, Birthday, Gender সেট করে নিবেন।
উপরের Setting Icon এ ক্লিক করুন |
উপরের Setting Icon এ ক্লিক করার পর……
Edit profile এ ক্লিক করবেন তারপর নিচে দেখানো মত আপনার User Name, Email, Birthday, Gender, Profile Photo & Cover Photo সেট করুন।
এবার সবকিছু ঠিকঠাক হলে উপরে Save বাটনে ক্লিক করুন। ব্যাস এবার আপনার Yepp একাউন্ট এখন আর্নিংয়ের জন্য প্রস্তুত।
আপনার কয়েন এখানে দেখতে পারবেন |
এখন আপনি ইচ্ছে মত আপনার ফটো ভিডিও পোষ্ট করে যত খুশি আর্ন করে নিতে পারবেন।
আপনার Yepp সম্পর্কে আরো কিছু জানার থাকলে আমাদের জানাবেন আশা করি আমরা সমাধানের চেষ্টা করবো। ধন্যবাদ
আমাদের লেখা ভালো লাগলে অবশ্যই একটি রিভিউ দিবেন আশা করি।
0 মন্তব্যসমূহ