Airplane Mode On রেখে ইন্টারনেট চালান


 আসসালামু আলাইকুম!! 

        আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন।  আমি আপনাদের দোয়াই ভালোই আছি।


আজকে একটি ইন্টারেষ্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা আপনারা আমার টাইটেল দেখেই বুঝতে পারছেন। আজকের টপিকটা শুধু যে ইন্টারেষ্টিং তা নয় বরং আপনার অনেক উপকারে আসতে পারে।

আপনি ইন্টারনেটে জরুরি একটা কাজ করছেন অথবা গেম খেলছেন বা একটি মিটিং এ আছেন এমন অবস্থায় আপনার ডাটা চালু রাখাটা জরুরি। আপনি যদি ডাটা চালু রাখতে চান তাহলে আপনার সিম সচল রাখতে হবে আর সিম চালু রাখা মানেই আপনার যেকোনো সময় কল আসলে পারে যা আপনার জন্য বিরক্তিকর।

তো আজ আমরা আলোচনা করবো কিভাবে আপনি আপনি এর সমাধান পেতে পারেন।

যদি এমন হয় যে আপনার ফোনের ডাটা চালু হবে কিন্তু কোনো কল আসবে না, তাহলে কেমন হয়?

তাহলে নিশ্চয় ভালো হবে কারণ আপনি ইন্টারনেটে থাকতে পারলেন অপর দিকে আপনাকে কেউ কল করে বিরক্তও করতে পারবে না।

মোবাইল ফোনের Airplane মোড সম্পর্কে আমরা সকলেই জানি।

আজকে আমরা জানবো মোবাইলে Airplane মোড চালু রেখে কিভাবে ইন্টারনেট চালাবো


আপনারা সকলেই জানেন মোবাইলে Airplane  মোড চালু করলে আর কল আসবে না অথবা আর ফোনের ডাটাও চালু হবে না কারণ Airplane মোড মানে আমরা সকলেই বুঝি ফোনের সাথে সিমের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা। কথাটি সত্য হলেও Airplane মোডের কিছু ব্যতিক্রমী সেটিংস রয়েছে যার মাধ্যমে আমরা Airplane মোড চালু রেখে কিভাবে ইন্টারনেট চালাবো সেটিই জানবো।


মোবাইল দিয়ে টাকা ইনকামের ৩টি সহজ উপায়

তো বন্ধুরা, Aiplane মোড চালু রেখে ইন্টারনেট চালানোর জন্য প্রথমে আপনি আপনার ফোনের Airplane মোডটি চালু করে নিবেন।


Aiplane মোড চালু হয়ে গেলে আপনার ফোনের Dial pad অপশনে গিয়ে *#*#4636#*#* ডায়াল করবেন।


*#*#4636#*#* ডায়াল করার পর আপনার ফোনে নিচের ছবির মত একটি ইন্টারফেস আসবে।


তার পর আপনি ছবিতে দেখানো Phone Information 1 এর উপর ক্লিক করবেন।

Phone Information 1 এ ক্লিক করার পর আপনাকে আরো নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে সেখান থেকে আপনি হালকা একটি নিচের দিকে দেখতে পাবেন Mobile Radio Power. 

Mobile Radio Power অফ থাকবে সেটি আপনি ক্লিক করে অন করে দিবেন নিচে দেখানো ছবির মত।

তারপর আপনি নিচে খেয়াল করলে থ্রী ডট (⋯)  অপশন দেখতে পাবেন, অনেকের ফোনের ব্যান্ড অনুযায়ী উপরে ডান পাশের কোণায় থাকতে পারে। 

তো যার যেখানে আছে সেখানে দেখে থ্রী ডটে ক্লিক করবেন নিচে দেখানো ছবির মত।

থ্রী ডটে ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। সেখানে একটি অপশন থাকবে Enable Data Connection তো আপনারা Enable Data Connection এ ক্লিক করবেন।


Enable Data Connection এ ক্লিক করার পরই আপনার কাজ শেষ এবার আপনি হোমপেজে ফিরে যাবেন মিনিমাইজ করে।


এবার দেখতেই পাচ্ছেন ছবিতে আমার ফোনের Airplane মোড On অথচ ইউটিউব চলছে ঝড়ের গতিতে। 

তো বন্ধুরা আপনিও আপনার বন্ধুদের সাথে মজা নিতে পারেন চমকে দিতে পারেন সবাইকে।

আরো নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

            -ধন্যবাদ